৫ আগষ্টের পর যে একটি ব্যাপারে একই ধরনের বক্তব্য দিলেন পিনাকী ও ডাঃ জাহেদুর রহমান

আওয়ামী দুঃশাসনের সময়, যে জন অনলাইন একটিভিষ্ট বলিষ্ঠ কন্ঠে কথা বলে গেছেন, তাদের মধ্যে পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya) এবং ডাঃ জাহেদুর রহমান (Dr. Zahedur Rahman) অন্যতম। তবে ৫ আগষ্টের পট পরিবর্তনের পর, দুইজনের রাজনৈতিক মতাদর্শের দূরত্ব দেখা গিয়েছে স্পষ্টভাবেই, এমন কি কখনো কখনো দুইজনকে দুইজনের বিরুদ্ধে কথা বলতেও শোনা গেছে। তবে এবার ৫ আগষ্টের পর প্রায় একটি বছর পরে, দুইজনই একটি ব্যাপারে একমত হলেন, আর সেটি হলো—রাস্তায় আওয়ামীলীগ মিছিল প্রতিরোধে শুধুমাত্র বিএনপিকে (BNP) দেখা যাচ্ছে, জামায়াত বা এনসিপিকে (NCP) সে ভাবে দেখা যাচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এতদিন পর্যন্ত আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল নিয়ে নেমেছে ছাত্রদল, যুবদল বা বিএনপির লোকজন সেটাকে প্রটেক্ট করেছে, সেটাকে থামিয়েছে। কখনো কখনো কিছু হালকা আঘাত করেছে। করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। জামায়াতকে-এনসিপিকে কখনো এ ধরনের মিছিল থামাতে দেখা যায়নি।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এগুলো মূলত বিএনপির লোকজন করছেন, হওয়ারই কথা। আমরা এখন জামায়াতের এই শেষ মুহূর্তে এসে তাদের ভূমিকার কথা দেখছি।’ তিনি আরো বলেন, ‘জামায়াত তো আসলে ১৪-১৫ সালের পর পুরোপুরি থেমে গিয়েছিল।

তারা খুবই টাফভাবে মাঠে ছিল, যখন তাদের নেতাদের ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা। এরপর জামায়াত একেবারে শেখ হাসিনার কথা মতো তিনি যা যা চেয়েছেন তাই তাই করেছে, একেবারে চুপ হয়ে গেছে। কোনোদিন কোথাও কোনোভাবে কোনো কঠোর অবস্থান নিতে দেখিনি।’ এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের একরকম ছাড়াছাড়ি রয়েছে।

মানলাম বিএনপি জামায়াতকে ইগনোর করে চলতে শুরু করেছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কি জামায়াতের কোনো অভিযোগ নাই? তার বিরুদ্ধে জামায়াত কি স্বতন্ত্রভাবে কোনো মুভমেন্ট করতে পারতো না? করেনি তো।’

তিনি বলেন, ‘২৮ অক্টোবর ২০২৩, বিএনপির ওপরে যেদিন মারাত্মক ক্র্যাকডাউন হলো, সেদিন জামায়াত সুখে শান্তিতে সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল। মনে আছে আমাদের নিশ্চয়ই। তার মানে জামায়াতের ওপরে অন্যায় নিপীড়ন একটা পর্যায়ে এসে থেমে গেছে, কারণ জামায়াত চুপ হয়ে গিয়েছিল।’

আবার প্রায় একই ধরনের কথা বলেছেন পিনাকী ভট্টাচার্যও, লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, আওয়ামী লীগ দুনিয়ার যেকোন প্রান্তে জামায়াত, বিএনপি, এনসিপি যাদের উপরেই আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায়ে দিবেন। আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নাই। বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের বিকল্প নাই।

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পিনাকী ভট্টাচার্য বলেন, ‘আওয়ামী লীগ দুনিয়ার যেকোন প্রান্তে জামায়াত, বিএনপি, এনসিপি যাদের উপরেই আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায়ে দিবেন। আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নাই। বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের বিকল্প নাই।

গতকাল বিএনপি যেইভাবে মাঠে প্রতিরোধ করছে আওয়ামী লীগকে। তাদের ধন্যবাদ জানাই। জামায়াতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী মিছিল প্রতিরোধে। সর্বশক্তি নিয়া জুলাইয়ের মতো মাঠে থাইকেন। কেউ না আসুক একাই ধাওয়া দেন। দেখবেন আশেপাশে থেকে মানুষ আপনার পাশে দাড়াইতেছে।

আওয়ামী লীগের মিছিল দেখলে হাক দিবেন “ধর ধর” বলে একাই। সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাশী রাখেন। আওয়ামী মিছিল দেখলে বাশী বাজায়ে দোকান থিকা বাইর হইয়া লাঠি হাতে ধাওয়া দিবেন। নো মার্সি।

পাড়ায় পাড়ায় আওয়ামী প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন। কমিটি করুন। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত, স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে এই উদ্যোগ নিন। আমরা আপনাদের সাথে আছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *