এবার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন ডা. জুবাইদা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। রাজনৈতিক দলগুলো প্রার্থী চূড়ান্তকরণ থেকে দল গোছানোর কাজে ব্যস্ত। এর মধ্যেই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী চার মাসের জন্য নির্বাচনী কর্মসূচি ঘোষণা করেছে। তবে সবকিছুর ওপরে এখন বিএনপির নেতাকর্মীদের একটাই প্রশ্ন—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) কবে দেশে ফিরবেন?

এই প্রশ্নের জবাব দিয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান (Dr. Zubaida Rahman)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতি শিগগিরই ইনশাআল্লাহ।”

একইদিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন (Dr. Zahid Hossain) জানান, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি বলেন, “তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াতেই নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লড়াইয়েও অগ্রণী ভূমিকা রাখবেন।”

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) প্রকাশ্যে একই ইঙ্গিত দিয়েছিলেন। দলের সিনিয়র নেতারাও সম্প্রতি বলে আসছেন, খুব শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সর্বশেষ ক্ষমতায় আসে বিএনপি। এরপর দীর্ঘ ১৯ বছরেরও বেশি সময় দলটি ক্ষমতার বাইরে থাকে। গত বছরের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর আবারো চাঙ্গা হয়েছে বিএনপি, আর রাজনীতির মাঠও এখন অনেকটা দলের অনুকূলে। নেতাকর্মীদের বিশ্বাস—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবারো ক্ষমতায় ফিরবে।

এই স্বপ্ন বাস্তবায়নে কান্ডারীর ভূমিকা রাখবেন তারেক রহমান—এমনটাই মনে করছেন নেতাকর্মীরা। নির্বাচনের আগে আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করা, রোডম্যাপ ঘোষণা এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার মতো নানা কারণে তার দেশে ফেরা জরুরি বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, তিনি ফিরলে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাবে এবং বিএনপির কর্মকাণ্ডে আসবে নতুন গতি।

অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন মামলায় খালাস পাওয়ার পর থেকেই তার দেশে ফেরার আলোচনা তীব্র হয়েছে। সাধারণ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি অধীর অপেক্ষাও বাড়ছে। এমনকি জানা গেছে, দেশে ফেরার পর তিনি কোন বাসায় উঠবেন সেটি আগেই ঠিক করা হয়েছে, আর বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও শেষ। সবকিছুর কেন্দ্রে এখন একটাই প্রত্যাশা—লন্ডন থেকে ফিরে দ্রুত দলের হাল ধরুন তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *