ধর্মের নামে আর রাজনৈতিক ব্যবসা হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্মকে আর রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তার ভাষায়, “ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়”—এটি দিয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা যারা করছে, তাদের জনগণের ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে।

সম্মেলনে তিনি আওয়ামী লীগের ইতিহাসকে তীব্র সমালোচনা করে বলেন, দলটির অতীত আসলে লুটপাট, সন্ত্রাস, চুরি, অর্থপাচার এবং গণতন্ত্র হত্যার ইতিহাস। তিনি কর্মীদের স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগের হাতে ১৪০০ মানুষ নিহত হয় এবং ২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ববরণ করে। এ রক্তাক্ত অধ্যায় ভুলে যাওয়া চলবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদের মতে, বিএনপি হলো সংস্কারের দল। জনগণের ধারণাকে যুগোপযোগী সিদ্ধান্তে রূপ দিতে গিয়ে দলটি রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের ইতিহাস তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করতে করতে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন, মৃত্যুও ঘটেছে ঢাকায় হলেও দাফন হয়েছে দিল্লিতেই। তার দাবি, যেমন ৭১-এর চেতনার নামে আর ব্যবসা চলবে না, তেমনি ধর্মের নামেও কোনো ব্যবসা দেশের মানুষ মেনে নেবে না।

তিনি বিদ্রূপ করে বলেন, “কেউ নাকি জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, অথচ জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা কার আছে?” তার মতে, এ ধরনের প্রচেষ্টা কেবল ধর্মের ব্যবসার অংশ।

বিএনপি নেতার বক্তব্যে উঠে আসে, বর্তমানে সংস্কারের জনক হলেন তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফাই প্রকৃত সংস্কার, এবং এই প্রক্রিয়া চলমান। তিনি উল্লেখ করেন, কেউ যদি যৌক্তিক কোনো প্রস্তাব দেন, তা অবশ্যই যুক্ত হবে, কারণ সংস্কারের কোনো শেষ নেই।

তিনি আরও জোর দিয়ে বলেন, কেউ কেউ দাবি করছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, কিন্তু দেশের মানুষ আজ নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার দৃঢ় বিশ্বাস, একটি অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবেই।

নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর জবাব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দিতে হবে। প্রতিটি কর্মীকে অনলাইনে সক্রিয় থেকে অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *