নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষিত হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরের শাহরাস্তিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasir Uddin Patowary)-কে কেন্দ্র করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় বিক্ষোভ সমাবেশে তাকে প্রকাশ্যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সাম্প্রতিক সময়ে বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া কটূক্তিমূলক বক্তব্য স্থানীয় জনমনে ক্ষোভের সঞ্চার করে। এর প্রতিবাদে বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা তার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ জনতা একবাক্যে ঘোষণা দেয়, “আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। শাহরাস্তিতে তার কোনো অবস্থান থাকবে না। আজকের এই সমাবেশ থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন। এছাড়াও বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে বিক্ষোভে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *