পিআর হলে সকাল-বিকাল এমপি কেনাবেচার শঙ্কা দেখছেন রাশেদ খান

গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan) আশঙ্কা প্রকাশ করেছেন যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সকাল-বিকাল এমপি বেচাকেনার পরিস্থিতি তৈরি হবে এবং সরকারের স্থিতিশীলতা ভেঙে পড়বে। তার মতে, স্থিতিশীলতা ধরে রাখতে হলে বর্তমান নির্বাচনী পদ্ধতিই বহাল রাখা প্রয়োজন।

শনিবার রাজধানীর রমনার বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতির বিরোধিতা করে রাশেদ খান বলেন, বাংলাদেশের বাস্তবতায় জাতীয় সংসদে পিআর পদ্ধতি কার্যকর নয়। তবে উচ্চকক্ষ থাকলে সেখানে এ নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদ্ধতি চালু হলে তা আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে, পাশাপাশি দেশকে নতুন করে জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গার দিকে ঠেলে দেবে।

এ সময় তিনি অভিযোগ করেন, সংস্কার প্রসঙ্গে “সিদ্ধান্ত নিতে পারবে না”–এরকম বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন বা সরকার আসলে দায় এড়াতে চাইছে। তার দাবি, ভিন্নমতকে ঐকমত্যে নিয়ে আসা সরকারের দায়িত্ব এবং সবার মতামত শোনার পরেই একটি যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর নেতৃত্বে ১০৪ সদস্যের প্রতিনিধিদলের ব্যয়বহুল সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খানের বক্তব্যে উঠে আসে—“সাম্যের কথা বলে সরকার বৈষম্য বাড়াচ্ছে। জাতিসংঘে মাত্র তিনটি দলকে নিয়ে গিয়ে নির্দিষ্ট গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ১০৪ জনের এত বড় বহর নিয়ে গেলে পরিবর্তন এলো কোথায়?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *