অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-কে আওয়ামী লীগ বিষয়ে তার সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস হতে পারে না।”
তিনি আরও কড়া ভাষায় উল্লেখ করেন, “আওয়ামী লীগের ব্যানার মানে সন্ত্রাসের ব্যানার। এই ব্যানারের রাজনীতি নতুন প্রজন্ম কখনোই মেনে নেবে না। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। তাই আওয়ামী লীগকে অবিলম্বে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন।”
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের এক সাক্ষাৎকারে ড. ইউনূস মন্তব্য করেছিলেন, “আওয়ামী লীগ (Awami League) দল হিসেবে বৈধ। তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।”