শাপলা প্রতীকে অনড় এনসিপি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের দাবি প্রত্যাখ্যান সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্টভাবে জানিয়েছেন, শাপলা প্রতীক পাওয়ার প্রশ্নে নির্বাচন এগোনো বা পেছানোর কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিলুপ্ত গাড়াতি ছিটমহলের হুদুপাড়া দুর্গামন্দিরে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড দেখাতে হবে। বাইরের কোনো চাপ বা বাধার কাছে নতি স্বীকার না করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। প্রয়োজনে আমরা আইনি লড়াই করব, রাজপথেও নামব। তবে এর সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বক্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “কিছুক্ষণ আগেই দেখলাম, তিনি বলেছেন বিদেশি কিছু শক্তি নির্বাচন পেছাতে চাইছে। কিন্তু এনসিপি কিংবা অন্য কোনো দলের প্রসঙ্গ টানার দরকার নেই। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। তবে সেটা অবশ্যই বিচার ও সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু হোক। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ কেবল প্রয়োজনমতো সনাতন ধর্মাবলম্বীদের কাছে এসেছে। কিন্তু দেশে একের পর এক প্রতিমা ভাঙচুর হলেও দৃশ্যমান কোনো শাস্তি বা বিচার হয়নি।”

এদিন দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের দুর্গা মন্দির পরিদর্শনের সময়ও সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। প্রতীক আদায়ে প্রয়োজনে রাজপথ কিংবা আদালতে যাব।”

এর কয়েক ঘণ্টা পর নির্বাচন কমিশন ঘোষণা করে, এনসিপি নিবন্ধন পাচ্ছে। সেই ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেন, “নির্বাচন কমিশন জানিয়েছে, এনসিপি নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। তাই নিবন্ধনে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।”

তবে শাপলা প্রতীক ইস্যুতে তার অভিযোগ, “নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে স্বেচ্ছাচারিতা করছে এবং এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও প্রতীক নিয়ে টালবাহানা করা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা আশা করি, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *