চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা : বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwary)-কে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার পর বিএনপির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে এনসিপি। একই সঙ্গে তারা বিএনপির ভেতরে থাকা আগ্রাসী মনোভাবের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।

বুধবার (১ অক্টোবর) ভোরে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির এই অবস্থান তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে। শুধু তাই নয়, তারা তার কুশপুত্তলিকা পুড়িয়ে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা দেন। এনসিপি এ ঘটনাকে ‘হুমকি’ এবং ‘আক্রমণাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ’ হিসেবে নিন্দা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি স্পষ্টভাবে উল্লেখ করেছে, “‘সর্বাত্মক প্রতিরোধ’ কথাটির ব্যাখ্যা আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে জানতে চাই। অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও আমরা দেখেছি— ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সামনের সারির নেতাদের এলাকায় প্রবেশ ঠেকাতে নানা হুমকি, হামলা ও বাধা দেওয়া হতো। এখন সেই একই কায়দায় রাজনীতি ফেরত আনার চেষ্টা হচ্ছে, যা জনগণের গণপ্রতিরোধের মুখে পড়বে।”

ঘটনার প্রেক্ষাপট হিসেবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে স্থানীয় বিএনপি কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। গত রমজানে নিজ এলাকায় একটি ইফতার আয়োজনে অংশ নিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং ব্যাপক বিরূপ পরিস্থিতি তৈরি হয়।

এনসিপি মনে করছে, কারও রাজনৈতিক মতামতের প্রতিক্রিয়ায় তার নিজ এলাকায় ‘সর্বাত্মক প্রতিরোধ’ ঘোষণার মতো পদক্ষেপ কোনওভাবেই গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। বরং এটি স্পষ্ট হুমকি ও রাজনৈতিক সহিংস মনোভাবেরই বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, এর আগে ২৭ সেপ্টেম্বর চাঁদপুরের শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তার কুশপুত্তলিকা দাহ করেন। ওই দিন থেকেই তাকে প্রতিরোধের ঘোষণা আসে, যা এখন বড় ধরনের রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *