ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে হিন্দু ধর্মালম্বীদের কোটা সিস্টেমের মাধ্যমে সরকারি চাকরি দেবেন বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপি (Rajshahi District BNP)-র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ (Abu Saeed Chand)। সম্প্রতি রাজশাহীর এক পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এমন কথা বলেন; ওই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আবু সাঈদ চাঁদ বলেন, “আপনাদের ছেলে-মেয়েদের জন্য চাকরির ব্যবস্থার কথা চিন্তা-ভাবনা করছেন তারেক রহমান (Tareq Rahman)। কোটা সিস্টেমের মাধ্যমে আপনাদের ছেলে-মেয়েরা চাকরি পাবেন।” তিনি আরও বলেন, যদি সবার জন্য দেশে চাকরি সম্ভব না হয়, তাহলে প্রত্যেক ছেলেকে বিদেশে যেতে দেওয়ার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও তাদের পরিকল্পনায় আছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক স্মরণ করিয়ে দেন, “আমরা যুদ্ধ করেছি, অনেক মা-বোন রক্ত দিয়েছে, রক্ত দিয়েছি, জেল খেটেছি। আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।” তিনি বলেন, নতুন ওই বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই যুক্ত হয়ে অর্থনৈতিক মুক্তি পাবে; সকলে মিলে কাজ করে খাবে ও নিরাপদে থাকবে। তাঁর দাবি, সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না।
প্রকাশিত সংবাদ সূত্র: বার্তা বাজার/এস এইচ