ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে যোগ দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম (Shahidul Alam)। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালির ওট্রান্টো বন্দর থেকে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ আনুষ্ঠানিকভাবে অভিযাত্রী হিসেবে যোগ দেন তিনি।
গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙার প্রত্যয়ে এই যাত্রা শুরু করেছে ফ্লোটিলা। ইসরায়েলি হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও সংগঠনটি তাদের অটল সংকল্পের কথা জানিয়ে দিয়েছে।
এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম ফ্লোটিলায় যোগ দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, গাজার ওপর চলমান নৃশংসতা এবং ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (Freedom Flotilla Coalition-FFC) পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিচ্ছেন তিনি।
পরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যাত্রার আগে বক্তব্যে শহিদুল আলম বলেন, “এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মানুষ হত্যা করছে। পাশ্চাত্যের আরও অনেক দেশ এতে সহযোগী এবং অংশীদার। কিন্তু পৃথিবীর বহু মানুষ এর প্রতিবাদও করছে। সেই প্রতিবাদের সঙ্গে সংহতি জানিয়ে আমি এই অভিযানে যোগ দিতে যাচ্ছি।”
শহিদুল আলম জানান, “আমি প্রথম বাংলাদেশি হিসেবে যাচ্ছি, তবে মনে করি বাংলাদেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এই সংগ্রামে শুধু আমাদের উপস্থিতিই যথেষ্ট নয়। যদি আমরা ব্যর্থ হই, তবে তা মানবজাতির ব্যর্থতা হবে। সেখানে পৌঁছেই আমি প্রতিদিন যতটা সম্ভব ছবি ও তথ্য পাঠানোর চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “এই প্রথম বাংলাদেশ থেকে কেউ এমন অভিযানে যোগ দিচ্ছে। এবারের ফ্লোটিলায় ৫০টির বেশি জাহাজ রয়েছে। আমাদের জাহাজে প্রায় ১০০ জন যাত্রী থাকবে— যাদের মধ্যে এক-তৃতীয়াংশ সাংবাদিক, এক-তৃতীয়াংশ চিকিৎসক এবং বাকিরা আয়োজক দল। এছাড়া আরও ১০টি ছোট নৌযানও সঙ্গে থাকবে। ৪৪টি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই অভিযানে যুক্ত হয়েছেন।”
ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে তার বক্তব্য, “তারা অবশ্যই আমাদের থামানোর চেষ্টা করবে। আমরা প্রস্তুতি নিয়েছি, প্রশিক্ষণও নিয়েছি। আমরা সম্ভাব্য সব বিপদের বিষয়ে অবগত। তবুও আমাদের সংকল্প অটল।”