সাতক্ষীরায় কার্যক্রম স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ভাড়া করা ভবন থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২৮ আগস্ট) ভবনের মালিককে লিখিতভাবে জানানো হয়, আগামী বুধবার (১ অক্টোবর) সেন্টারটি খালি করা হবে। এ বিষয়ে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন ভিসা সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার।
জানা গেছে, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সাতক্ষীরার ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশে ভারতীয় হাই কমিশন (Indian High Commission in Bangladesh)। স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর ধরে ওই ভবন থেকেই ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের কাজ চলছিল।
ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন বলেন, “এক মাস আগে ভিসা সেন্টারের পক্ষ থেকে আমাদের ঘর ছাড়ার নোটিশ দেওয়া হয়। জানানো হয়েছে, সাতক্ষীরায় আর ভিসা অফিস থাকবে না। ভাড়া নিয়েই এতদিন তারা অফিস পরিচালনা করছিলেন।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (Awami League) সরকারের পতনের পরও আরও দুই মাস চালু ছিল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি। তবে এরপর থেকে অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।