শরীয়তপুরে ওসিকে হত্যার হুমকি দিলেন যুবলীগ নেতা

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম (Mohammad Mainul Islam) হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি বিদেশী নম্বর থেকে আসা ফোনকলে তাকে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা মিঠুন ঢালী (Mithun Dhali)। এ ঘটনায় ইতোমধ্যেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

জাজিরা থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh Hasina)-এর জন্মদিন উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিঠুন ঢালী স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। পরদিন ২৯ সেপ্টেম্বর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের নামে জাজিরা এলাকায় গোপন মহড়া পরিচালনা করেন।

এ সময় পুলিশের অভিযানের খবরে জাজিরার কুণ্ডেরচর ইউনিয়নের ফিরোজ খাঁ’র বাড়িতে সমবেত হন তারা। অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ (Dr. Ashik Mahmud)-এর নেতৃত্বে অভিযান চালানো হলে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতারা পুলিশকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালান এবং পরবর্তীতে পালিয়ে যান।

ঘটনার পর রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এতে মামলার ২ নম্বর আসামি মিঠুন ঢালী ক্ষিপ্ত হয়ে ৩ অক্টোবর দুপুরে বিদেশী নম্বর থেকে ফোন করে শুধু ওসি মাইনুল ইসলামকেই নয়, সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস (Dr. Muhammad Yunus)-কেও হত্যার হুমকি দেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “মিঠুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আমরা সজাগ আছি। ফোন করে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। এসব আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *