গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়ার মাধ্যমে যে সাহসী অবস্থান নিয়েছেন দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম (Shahidul Alam), সেটিকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে আখ্যায়িত করেছেন তারেক রহমান (Tarique Rahman)।
শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে, রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন। তিনি লেখেন, গাজামুখী নৌবহরে শহীদুল আলমের অংশগ্রহণ কেবল সংহতির প্রতীকই নয়, বরং বিবেকের এক শক্তিশালী গর্জন।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের পতাকা বহন করে শহীদুল আলম বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন—বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, এবং ভবিষ্যতেও করবে না।
নিজের পোস্টে তিনি পরিষ্কার করে জানান, বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।
তারেক রহমানের পোস্টের লিংক: Facebook Post