অবশেষে বাস্তব রূপ নিলো বহুদিনের গুঞ্জন। দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং অভিনেত্রী রাশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ঘরোয়া আয়োজনে একে অপরকে আঙুলে আঙটি পরিয়ে দিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বাগদান অনুষ্ঠান। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই বিয়ের আসরে বসবেন তারা।
যদিও রাশ্মিকা বা বিজয় কেউই এখনও প্রকাশ্যে বাগদান কিংবা বিয়ের ঘোষণা করেননি। ঘনিষ্ঠ মহল থেকেই খবরটি সামনে এসেছে। ব্যক্তিগত জীবন নিয়ে দুই তারকাই বরাবর নীরব থেকেছেন। তবে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরিহিত ছবি শেয়ার করেন, অন্যদিকে রাশ্মিকা পোস্ট করেছেন শাড়ি পরা ছবি। এসব ছবিই অনুরাগীদের মনে জাগিয়েছে বাগদান ও আসন্ন বিয়ে নিয়ে নানা জল্পনা।
অনুরাগীদের উদ্দেশে রাশ্মিকার বার্তা
গত বৃহস্পতিবার দশেরা উপলক্ষে নিজের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন রাশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি শাড়ি পরে ঐতিহ্যবাহী সাজে হাজির হন, কপালে ছিল তিলকও। সেই ছবিও ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
অভিনয়ের দিক থেকেও তিনি আলোচনায় আছেন। খুব শিগগির মুক্তি পেতে চলা তার নতুন ছবি ‘থামা’-কে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে। ট্রেলার এবং গান প্রকাশের পর অনুরাগীদের প্রতিক্রিয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাশ্মিকা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ছবির প্রচারণা শুরুর সময় সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করবেন।
দক্ষিণ থেকে বলিউড জয়
দক্ষিণী চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন রাশ্মিকা। দর্শকরা তাকে ‘এক্সপ্রেশন কুইন’ নামে ডাকতে শুরু করেন খুব তাড়াতাড়িই। এরপর ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-র মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে তিনি সারা ভারতজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। শুধু তাই নয়, বলিউডেও (Bollywood) পা রাখেন তিনি। ‘অ্যানিম্যাল’-এ তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে।
রাশ্মিকার সঙ্গে বিজয়ের সম্পর্কের সূত্রপাত হয় ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটেই। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল চলচ্চিত্রপাড়ায়। অবশেষে সেই গুঞ্জনের পর্দা সরিয়ে তাঁদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে—যা এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।