ভারতকে লাভবান করতে জামায়াতের ডাঃ তাহেরের জিহাদি ভাবমূর্তি : জাহেদ

সম্প্রতি জামায়াতের নায়েরে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের (Abdullah Mohammad Taher) মার্কিন মাটিতে এক বক্তৃতায় ভারতের বিরুদ্ধে ‘গাজওয়াতুল হিন্দ’ নামের ধর্মযুদ্ধের কথা বলার পর রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান (Zahed ur Rahman) বলছেন, ওই বক্তব্যের মাধ্যমে জামায়াত (Jamaat-e-Islami) স্বেচ্ছায় ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এবং ভারত তা সহজেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

জাহেদ তার ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ (নামটি প্রতিবেদনটিতে উৎস হিসেবে উল্লেখ) এ প্রসঙ্গে বলেন, মোহাম্মদ তাহেরের বক্তব্যে তিনি সরাসরি ভারতের প্রতি হুমকি সসংবল করে বক্তব্য রেখেছেন। এই ধরনের রূঢ় বাক্য—যেখানে জিহাদি ভাবমূর্তি প্রতীয়মান—আগে কখনোই তিনি প্রকাশ্যে বলেননি; বরং পূর্বে তিনি ভারতের সঙ্গে নরম সুরে কথা বলতেন। এখন হঠাৎ করে এমন ভাষা ব্যবহার হওয়া ভারতের স্বার্থেই কাজ করবে বলে জাহেদ সতর্ক করেছেন।

জাহেদ আরও বলেন, ভারত এই বক্তব্যকে কাজে লাগিয়ে বলবে যে বাংলাদেশে উগ্রবাদী ভাবনা বাড়ছে। ফলে ভারতের শাসক দল বিজেপি (BJP) এ কথা ব্যবহার করে তাদের নীতিতে নতুন অজুহাত তৈরি করতে পারবে এবং ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর নতুন ধরনের দমন-পীড়নকে সঙ্গতিপূর্ণ করে তুলবে। তিনি বলেন, মোহাম্মদ তাহের বা জামায়াত এখনো এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেয়নি; কোনো দল কোনোভাবে এ কথার দায় নিচ্ছে বলে জানা যায়নি—এটিই বিপজ্জনক।

জাহেদ মনে করেন, যদি জামায়াত রাজনৈতিকভাবে শক্তি বাড়ায়, তত বেশি করে ভারতের বিজেপি শক্তিশালী হবে; তিনি বিজেপি ও জামায়াতকে একে অপরের পরিপূরক হিসেবে ধারণা করেন। তাই বাংলাদেশে থাকা রাজনৈতিক দলগুলোকে তাঁর বার্তা—এমন কোনো কথা বা কাজ করা যাবে না, যা ভারতের কাছে আমাদের বিরুদ্ধে কাজ করার সুযোগ করে দেয়—এটির গুরুত্ব বুঝতে হবে, বলে জাহেদ সমাপনীতে উল্লেখ করেন।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *