চাঁদপুরের হাজীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফারাবি আল মামুন (Farabi Al Mamun)। একসময়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ফারাবি শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে শিবির থেকে পদত্যাগ করেন এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal) এ যোগদানের ঘোষণা দেন।
নিজের সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি স্বেচ্ছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করছি। ছাত্রদলকে আমার পূর্ণ সমর্থন ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব বলে অঙ্গীকার করছি।”
ফারাবি আরও জানান, তিনি হাজীগঞ্জ দক্ষিণ সাথী শাখার আওতাধীন একজন সক্রিয় সাথী ছিলেন এবং পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নিজের সিদ্ধান্তে এবং স্বতঃস্ফূর্তভাবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।
এই প্রসঙ্গে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার (Jewel Rana Talukder) বলেন, “ফারাবি আল মামুনকে পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি।”
অন্যদিকে চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান (Hasibul Hasan) জানান, ছাত্রশিবিরের সাথী আব্দুল্লাহ আল মামুনকে পারিবারিক সমস্যার কারণে গত ষান্মাসিক ৯ জুলাই সংগঠন থেকে ছুটি দেওয়া হয়েছিল। ফলে তিনি তখন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না।
এমন ঘোষণার মধ্য দিয়ে ফারাবির রাজনৈতিক যাত্রা এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।