বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ একযোগে বিএনপিতে (Bangladesh Nationalist Party) যোগ দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দেন।

সভাটির আয়োজন করা হয় রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার সম্পর্কিত বিএনপির ঘোষিত ৩১ দফা জনসাধারণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে। জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহসভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সবার অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার মধ্য দিয়ে সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা “রেইনবো ন্যাশন” ধারণার ভিত্তিতে প্রণীত।

তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীসহ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষার জন্য আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।”
শাহাদাৎ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি ও সমতল—সব অঞ্চলের, সব ধর্ম ও বর্ণের মানুষকে সমান মর্যাদায় দেখা হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকে যেন সমান সম্মান ও অধিকার ভোগ করতে পারে, সে পরিবেশ তৈরিই হবে তাদের সরকারের অঙ্গীকার।
তিনি আরও জানান, “আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও ঐক্যের পথে কার্যকর ভূমিকা রাখতে চাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *