ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি পরিহার করে সারাদেশে পরিকল্পিত শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন তারেক রহমান (Tarique Rahman)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি অঞ্চলকে সমানভাবে উন্নত করা হবে, যাতে প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
রবিবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওই পোস্টে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফাকে “বাস্তবসম্মত সমাধানের রোডম্যাপ” হিসেবে তুলে ধরেন।
তারেক রহমান উল্লেখ করেন, বিএনপির ২৯ দফায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে, আর ৩১ দফায় পরিকল্পিত, সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণের দিক নির্দেশনা রয়েছে। তিনি বলেন, “বাসস্থান একটি মৌলিক অধিকার। প্রতিটি মানুষেরই নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে। গ্রাম, শহর, নদী ও বন—সবকিছু একত্রে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।”
তিনি আরও বলেন, “দুর্বল পরিবেশে কখনো ভালো বাসস্থান তৈরি করা যায় না। টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গড়া সম্ভব নয়।” তার মতে, আজকের অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
নিজের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, “আমরা একটি ‘ন্যাশনাল গ্রিন মিশন’ চালু করব, যার মাধ্যমে ২৫ কোটি গাছ লাগানো হবে। নদীগুলো পুনরুদ্ধার করা হবে, বর্জ্যকে সম্পদে রূপান্তর করা হবে, আধুনিক কৃষি ব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, দেশের প্রতিটি মানুষের বাসস্থান রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে। সবশেষে তিনি বলেন, “চলুন, একসাথে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার পথে যাত্রা শুরু করি।”