সাবেক সংসদ সদস্য হাজী সেলিম (Haji Selim)-এর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর চকবাজার এলাকার পরিচিত মুখ মুরাদ স্থানীয়ভাবে ‘পলিথিন মুরাদ’ নামে বেশি পরিচিত। তিনি চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পরিবেশ আইনের আওতায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলার বেশিরভাগই পরিবেশদূষণ ও অবৈধ বাণিজ্যিক কার্যক্রম সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টার (DMP Media Center) সূত্রে জানা গেছে, রোববার (৫ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমন্ডি থানার একটি মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগও রয়েছে মুরাদের বিরুদ্ধে। স্থানীয় সূত্র বলছে, তার নেতৃত্বে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছিল, যা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।