রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে নিয়োগ পাওয়া সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল এ কে এম আমিনুল হক-কে হঠাৎ প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রদূত পদে প্রেষণে থাকা এই কর্মকর্তার চাকরি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত থাকবে। অর্থাৎ, বিদেশে দায়িত্ব নেওয়ার আগেই তাকে তার মূল বিভাগে ফেরত পাঠানো হলো।
সূত্রের বরাতে জানা গেছে, মেজর জেনারেল আমিনুল হক আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম-এর আপন ছোট ভাই। জুলাই-আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনের সময় তিনি আনসার বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন।
সে সময় ছাত্র-জনতার আন্দোলনে আনসার সদস্যদের গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, সেই সময়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মেজর জেনারেল এ কে এম আমিনুল হক নিজেই।
এই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে নেপথ্যে নানা আলোচনা চলছিল বলে একাধিক সূত্র জানিয়েছে। সরকার হঠাৎ করে তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করায় সেই গুঞ্জন আরও জোরালো হলো।