বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

লালমনিরহাটের হাতীবান্ধায় নতুন এক রাজনৈতিক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)-এ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান (Barrister Hasan Rajib Prodhan)। যোগদান অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান।

এছাড়াও সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এই ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর যোগদানকে ছাত্রদলের প্রতি তরুণ প্রজন্মের নতুন আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বার্তা বাজার/এমএমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *