গাজা অভিমুখী ‘কনশানস’ নামের নৌযান থেকে আটক হয়েছেন দৃক (Drik)–এর ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম (Shahidul Alam)। ইসরায়েলি বাহিনীর হাতে তার এই আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রপথে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন,
“আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমরা সমুদ্রে আটক হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে—যারা গাজায় গণহত্যা চালাচ্ছে। এই হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সকল বন্ধু ও সহযোদ্ধাদের অনুরোধ করছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।”
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন মহল থেকে ইতোমধ্যে উদ্বেগ ও আহ্বান জানানো হচ্ছে।