বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান (Dr. A. Z. M. Zahid Hasan) বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) নিয়মিত তার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন এবং তার পরামর্শেই দল পরিচালনা করছেন।
বুধবার রাতে রাজধানীর গুলশানে ফিরোজায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাহিদ হাসান। এর আগে তিনি ও দলের অন্যান্য নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর মাজারে শ্রদ্ধা জানান।
ডা. জাহিদ বলেন, “চেয়ারপার্সনের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হওয়ায়, নিজের ইচ্ছাতেই তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যেতে চান। সে অনুযায়ী পরিবার ও মহাসচিবকে সঙ্গে নিয়ে তিনি কোরআন তিলাওয়াত ও মাজার জিয়ারত করেন।”
রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছায় বেগম জিয়ার গাড়িবহর। সেখানে গাড়ির ভেতর থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোটভাই প্রয়াত মেজর (অব.) সাঈদ এসকান্দারের সহধর্মিণী, ছোটভাই প্রকৌশলী শামীম ইসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পারিবারিক এই উপস্থিতি বেগম জিয়ার রাজনৈতিক ও পারিবারিক দৃঢ়তার প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতারা।