বিএনপি (BNP) চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (Ishraque Hossain) ও ব্যারিস্টার নুসরাত খান (Nusrat Khan) পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) তাদের এই বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচিত এই নবদম্পতিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন গণঅধিকার পরিষদ (Gono Adhikar Parishad) সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)।
শনিবার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের রাজপথের সাহসী সারথি ইশরাক হোসেনের জুটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”
তিনি আরও লিখেছেন, “ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা (Sadeque Hossain Khoka) ভাইয়ের বড় ছেলে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল রাতে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।”
তার পোস্টে আরও উল্লেখ করা হয়, “বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সাংসদ জনাব নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে ইশরাক হোসেনের এই বাগদান সম্পন্ন হয়েছে।”