ছাত্রলীগের “জয় বাংলা” স্লোগানে ছাত্রদলের প্রতিবাদ – পুলিশের গুলিতে আহত ছাত্রদলের ২ কর্মী

চট্টগ্রামের জিইসি মোড়ের এক কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত গুলির ঘটনায় রূপ নেয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরের জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। এতে মো. শরীফ (২৩) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (Chittagong Medical College Hospital) এ ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে আকস্মিকভাবে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—একদল লোক কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙার চেষ্টা করছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।

জানা গেছে, ওই কনসার্টের আয়োজন করেছিল একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড আর্টসেল (Artcell) সেখানে পারফর্ম করার কথা ছিল। সন্ধ্যায় শুরু হওয়া কনসার্টটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত ছিল। তবে দুই পক্ষের তর্ক-বিতর্ক ও পরবর্তী গোলযোগের কারণে অনুষ্ঠানটি ভেস্তে যায়।

ঘটনাস্থল থেকে জানা যায়, কনসার্ট চলাকালে একদল দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্লোগানদাতারা স্থানীয় ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হয়। এতে ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal) নেতাকর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে। এতে ছাত্রদলের দুই সদস্য গুলিবিদ্ধ হন বলে জানা যায়।

গুলিবিদ্ধদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার (Alauddin Talukdar)।

এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফু আলম (Saifu Alam) বলেন, “কনসার্ট চলাকালে ভেতরে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হয়। সেটি নিয়ে আপত্তি জানালে পরবর্তীতে বিশৃঙ্খলা তৈরি হয়।”

এদিকে নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান (Shahinur Zaman) জানান, “ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *