বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী (Altaf Hossain Chowdhury) অভিযোগ করেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছিল।”
তিনি আরও বলেন, “উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলে বিষয়টি প্রকাশ পেত—এ ভয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ তোলেন বিএনপির সাবেক এই মন্ত্রী।
আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফিরে আসবেন। সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফরসহ আরও অনেকে।
এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন, যা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।
বার্তা বাজার/এমএমএইচ