অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার বিভাগ পাবে স্বতন্ত্র সচিবালয়: ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সময়েই দেশের বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় গঠনের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ইন্টার্নশিপ প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি জানান, বিচার বিভাগ সচিবালয় আইনসহ গুম সংক্রান্ত আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন এবং মানবাধিকার কমিশন আইন—এসব গুরুত্বপূর্ণ আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করা হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল আরও জানান, বুধবার থেকে পরীক্ষামূলকভাবে অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণ কার্যক্রম চালু হচ্ছে।

“একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কোথাও টাকা দিতে হয়, কোথাও হয়রানির শিকার হতে হয়। এবার এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি পৌঁছে যাবে জেলখানায়”—বলেন আইন উপদেষ্টা।

তিনি জোর দিয়ে বলেন, এই ডিজিটাল উদ্যোগ পুরোপুরি সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে এবং এতে বাইরের কোনো সাহায্যের প্রয়োজন হয়নি।

“কারো হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে,” বলেন তিনি।

সরকারের আর্থিক সামর্থ্যের কথা তুলে ধরে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১,৬০০ কোটি টাকা এবং আইজিআর ও রেজিস্ট্রার অফিসে রয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। অথচ এসব অর্থ ব্যবহারে উদাসীনতা রয়েছে। তাঁর মতে, নিজেদের সম্পদ দিয়েই দেশ অনেক ভালো কিছু করতে সক্ষম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান (Attorney General Md. Asaduzzaman)। এতে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) (UNDP) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন (Haakon Harald Gulbrandsen) এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস (Nicolaas Linnas Ragnar Weeks)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এই উপলক্ষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ২৫ জন শিক্ষার্থী ৬ মাস মেয়াদি এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এটিই দেশের ইতিহাসে প্রথম কোনো আনুষ্ঠানিক অ্যাটর্নি জেনারেল অফিসে ইন্টার্নশিপ প্রোগ্রাম, যার সহযোগিতায় রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *