সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যতিক্রমী রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) থেকে ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি (BNP)-তে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মিসভায় এ যোগদান সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এই ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি (Khan Saeed Hasan Jyoti)। তিনি নতুন যোগদানকারীদের হাতে বিএনপির পতাকা তুলে দিয়ে দলীয় প্রতীকী স্বাগত জানান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, “বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন নেতাকর্মী আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।”
অন্যদিকে, বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম (Aminul Islam) জানান, আনোয়ার হোসেনের সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। জামায়াতের নেতৃত্বে এই ধরনের দলত্যাগ দলটির ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের মন্তব্য।