এবার জুলাই সনদ সাক্ষর নিয়ে বিএনপির অবস্থান জানালেন মির্জা ফখরুল

জুলাই সনদে স্বাক্ষর করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও একদিন সময় নিচ্ছে বিএনপি (BNP)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) জানিয়েছেন, কিছু শর্ত লিপিবদ্ধ হলে বিএনপি সনদে সই করবে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিএনপি আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন ফখরুল। তিনি বলেন, “দুটি দল বলেছে, পিআর (PR) ছাড়া তারা সই করবে না। কিন্তু বিএনপি সে কথা বলেনি। আমরা বলেছি, বিএনপি যে কথাগুলো বলেছে সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো অসম্মতি দেইনি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়—অবশ্যই জুলাই সনদে সই করা হবে। । এ জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

এই মন্তব্যে স্পষ্ট, সরকারের উপর সনদ সাক্ষর নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকম চাপ নিয়ে এখন অনেকটাই উদ্বিগ্ন এবং বিরক্ত বিএনপি। আর তাই পাল্টা কৌশলে নিজেদের অবস্থান এখনই পরিষ্কার করতে রাজি নয় দলটি।

এর আগে মির্জা ফখরুল সকাল থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় সফর করেন। সকালবেলায় সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, মহিলা ও হিন্দু ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

বিকেলে হরিপুর উপজেলা স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেন। এরপর সন্ধ্যার আগে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে টানাপড়েন চলছে, তার প্রেক্ষাপটে বিএনপির অবস্থান অনেকটা কৌশলগত। দলটি এখনো পুরোপুরি সই থেকে সরে আসেনি, আবার নির্ধারিত শর্ত পূরণ না হলে সই করবেও না—এমন দ্ব্যর্থক অবস্থান রেখে মাঠে সক্রিয় কূটনৈতিক বার্তা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *