জাতীয় ঐক্যমত্যের প্রতীক হিসেবে বিবেচিত জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়েছে বিএনপি (BNP) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) হাতে।
বুধবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধি দল। রাত ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত এই সাক্ষাৎ চলাকালে, কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার (Dr. Badiul Alam Majumdar) এবং মনির হায়দার চৌধুরী আমন্ত্রণপত্রটি খালেদা জিয়ার হাতে তুলে দেন।
এই আমন্ত্রণপত্রটি কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “ঐকমত্যের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কাছে আমন্ত্রণ জানাতে এসেছি। তিনি তার শারীরিক সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া এ দাওয়াতে আনন্দিত হয়েছেন। কালকের জাতীয় সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট।”
কমিশনের আরেক সদস্য মনির হায়দার চৌধুরী জানান, “আমরা আশা করি সব রাজনৈতিক দলই এই অনুষ্ঠানে অংশ নেবে। খালেদা জিয়া অংশগ্রহণ করুক বা না করুক, তাকে আমন্ত্রণ জানানোর জন্য ড. ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি এই সনদের সাফল্য কামনা করেছেন। কমিশন এখনই কোনো নেতিবাচক চিন্তা করতে চায় না।”
তিনি আরও জানান, তারেক রহমান (Tarique Rahman) বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার আমন্ত্রণপত্রটি খালেদা জিয়ার একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুলাই সনদ নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে এই আমন্ত্রণ নতুন করে গুরুত্ব পেল, বিশেষত তখন যখন বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।