“ঐক্যের শক্তি অনুভব করার সময়”—জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জাতির প্রতি ইউনূসের বিশেষ বার্তা

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি।”

তিনি দেশের প্রতিটি মানুষকে ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে অনুরোধ করে বলেন, “আপনি যেখানেই থাকুন—ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার প্রাঙ্গণে—এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করুন। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা থাকলেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটা আমাদের একসঙ্গে উদযাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময়। এই গর্ব ও আশার দিন থেকে আমাদের নতুন প্রেরণা নেওয়ার সময়।”

তিনি বার্তায় আরও জানান, আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে।

এদিকে, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের আগস্টে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রার আওতায় সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়।

এই কমিশনগুলোর প্রস্তাবনা পর্যালোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন প্রথম দফায় ৩৩টি এবং দ্বিতীয় দফায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত চলা এই আলোচনা পর্বে মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য তৈরি হয়।

এই আলোচনার ফলাফল হিসেবে ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই সনদের’ খসড়া পাঠানো হয়। পরবর্তীতে খসড়ায় কিছু ত্রুটি চিহ্নিত হলে তা সংশোধন করে পুনরায় দলগুলোর কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০ আগস্ট পর্যন্ত মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। পরে আরও আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সনদের চূড়ান্ত রূপ দেওয়া হয়।

চূড়ান্ত করা এই সনদের কপি মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের সব রাজনৈতিক দলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *