জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ডে তার ছাত্রী বর্ষা আটক

পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় ঘটে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) শিক্ষার্থী জুবায়েদ আহমেদের হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, নিহত জুবায়েদের ছাত্রী বর্ষা আক্তারকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত প্রায় ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা নামের একটি বাড়ি থেকে বর্ষাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ঐ বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রেখেছে পুলিশ, যাতে তদন্তে কোনো তথ্য গোপন না থাকে।

পুলিশ সূত্রে জানা যায়, বর্ষার বাড়িতেই টিউশনি করাতেন জুবায়েদ আহমেদ। সেই সূত্রেই তাদের মধ্যে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড, তা নিয়ে এখনো চলছে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান।

নিহত জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং একই সঙ্গে ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)-এর সক্রিয় কর্মী। টিউশনি করতে যাওয়ার পথে তিনি খুন হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জবি শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও পুরো ঘটনার ওপর নজর রাখছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *