জবি ছাত্রদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজন শনাক্ত

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে চলছে তৎপর অভিযান।

ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)-এর লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী রবিবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দু’জনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।’

হত্যার কারণ জানতে চাইলে ডিসি সামী জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।’

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকায় কালো টি-শার্ট পরিহিত ও পিঠে কালো ব্যাগ নিয়ে দুই যুবককে দ্রুত দৌড়ে বংশাল রোডের দিকে যেতে দেখা গেছে। পুলিশের ধারণা, ওই দুই যুবকই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতে আহত হন জুবায়েদ। আহত অবস্থায় তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনতলায় গিয়ে পড়ে যান, সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের আরও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে, যাতে হামলাকারীদের সঠিকভাবে শনাক্ত করে গ্রেপ্তার করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *