ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (Liberal Democratic Party-LDP)। মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সংবাদ সম্মেলনে ভারত সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কর্নেল অলি বলেন, ভারত সরকার শেখ হাসিনা এবং তার লুটেরা বাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তার ভাষায়, “হাসিনার বাহিনী বাংলাদেশের বন্ধু নয়, বরং তারা দেশের সম্পদ লুণ্ঠন করছে। তাদের বিচারের আওতায় আনা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি স্পষ্ট করে জানান, ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে—এমন আচরণ কখনোই বরদাশত করা হবে না।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী বাহিনী দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে উঠেছে, আর তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি (Jatiya Party)। কর্নেল অলির ভাষায়, “তাদের রাজনীতি করতে দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এলডিপি সভাপতি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ছে। দেশের মানুষকে এসব অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগের দমন-পীড়নের মোকাবিলা করা সম্ভব নয়।”
বিএনপির সঙ্গে যৌথ কৌশল ও আন্দোলন পরিকল্পনা
জোট রাজনীতির প্রসঙ্গে কর্নেল অলি জানান, দলটির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপি (Bangladesh Nationalist Party)-র সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া বা না পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, “আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক এবং যৌথ কৌশলে এগিয়ে যাচ্ছি।”
সভায় কর্নেল অলি সব প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গড়ে তোলার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট এসএম মোরশেদসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এস এইচ