বিগত আওয়ামী লীগ (Awami League) সরকারের সময় গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সরোয়ার বলেন, “যে মামলায় আমি গুমের অভিযোগ দায়ের করেছিলাম, সেই মামলার আসামিদের মধ্যে একজন এই ১৫ সেনা কর্মকর্তার অন্তর্ভুক্ত। তাই আমি আর তাদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিচ্ছি না।”
এর আগের দিন, বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (International Crimes Tribunal-1)-এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সরোয়ার। তবে বৃহস্পতিবার তিনি জানিয়ে দেন, বার কাউন্সিলের নীতিমালা অনুযায়ী একই সঙ্গে অভিযোগকারী ও আসামির পক্ষে থাকা আইনগতভাবে সম্ভব নয়।
তিনি গণমাধ্যমকে বলেন, “গুম মামলার আসামিদের মধ্যেই এই ১৫ জন রয়েছেন। তাই বার কাউন্সিলের আইন অনুসারে আমি তাদের পক্ষে থাকতে পারব না। এই কারণেই আমি নিজেকে আইনজীবী হিসেবে প্রত্যাহার করেছি।”
উল্লেখযোগ্যভাবে, ব্যারিস্টার সরোয়ার হোসেন এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ (Gen. SM Shafiuddin Ahmed) এবং আরও দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার এক আসামি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন।