বিএনপি (Bangladesh Nationalist Party)–র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিঙে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) বৃটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cook)–এর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু স্পষ্ট ভাষায় বলেন, “গণভোট আগে করার সঙ্গে বিএনপি একমত নয়। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—গণভোট ও নির্বাচন একই দিনে হবে, দুটি আলাদা ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এটা দিনের আলোর মতোই পরিষ্কার বিষয়।”
তিনি আরও বলেন, “নতুন করে এই বিষয়টিকে সামনে আনার কোনো সুযোগ নেই। এটা কে বলছে বা কে প্রতিবেদন দিচ্ছে, সেটা তাদের বিষয়। বিএনপির অবস্থান একদম স্পষ্ট—গণভোট আগে করার প্রস্তাবের সঙ্গে আমরা কোনো ঐকমত্য পোষণ করি না। ফলে সেদিকে যাওয়ার প্রশ্নই আসে না।”
আমির খসরু জোর দিয়ে বলেন, “এই বিষয়ে আর কোনো আলোচনা বা আপসের সুযোগ নেই। নির্বাচনের দিনেই দুই ব্যালটের মাধ্যমে ভোট ও গণভোট হবে—এটাই বিএনপির স্থায়ী অবস্থান। এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ভবিষ্যতেও হবে না।”
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কে কী সুপারিশ করেছে, সেটা আমরা জানি না। যারা এসব সুপারিশ করেছে, তারা কিন্তু নির্বাচনে অংশ নেবে না—নির্বাচনে অংশ নেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। অনেকে নানা সুপারিশ করতে পারে, কিন্তু বিএনপিরও নিজেদের কিছু প্রস্তাব ছিল, যেগুলোতে ঐকমত্য হয়নি। জাতীয় সনদে যা যা ঐকমত্য হয়েছে, শুধু সেগুলোর ওপরই স্বাক্ষর করা হয়েছে। ঐকমত্যের বাইরে গিয়ে কে কী বলছে বা কী সুপারিশ করছে—ওটা তাদের বিষয়, বিএনপির নয়। ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।”


