গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna) সরাসরি অভিযোগ করে বলেছেন, দেশের রাজনৈতিক অচলাবস্থার জন্য দায়ী হয়ে উঠছে সরকার এবং নেতৃত্বে থাকা সংলাপপ্রক্রিয়ার ব্যর্থতা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় মান্না বলেন, “ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) দুনিয়াজুড়ে পরিচিত, ভালো পারফরমার হিসেবে খ্যাতি রয়েছে তার। কিন্তু বাংলাদেশে এসে দেখা যাচ্ছে, তিনি কিছুই করতে পারলেন না। এখন পুরো দেশ জটিলতার মধ্যে পড়ে গেছে। মনে হচ্ছে, এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে।”
তিনি বলেন, “সংস্কার নিয়ে যে আট মাস ধরে আলাপ-আলোচনা চলল, এখন সেই সংস্কার কোথায়? আমি যদি বলি—এটা যে লাউ সেই কদু—তাহলে ভুল বলব না। কোনো পরিবর্তন হয়নি। যে ঐকমত্যের কথা বলা হচ্ছিল, বাস্তবে তার কিছুই হয়নি।”
মান্না আরও বলেন, “কয়েকদিন আগেই বিএনপি বলেছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। অন্যদিকে এনসিপিও অভিযোগ করেছে, সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। অর্থাৎ প্রতারণার অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার।”
তিনি মন্তব্য করেন, যারা সরকারের নেতৃত্বে আছেন, তারা জনগণের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আর যারা ঐকমত্য প্রতিষ্ঠার নামে আলোচনায় অংশ নিয়েছিলেন, তারাও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি।
এই পরিপ্রেক্ষিতে মান্না প্রশ্ন তোলেন—“সংলাপের নামে এই আট মাসে কী অর্জিত হয়েছে? জনগণের কী উপকার হয়েছে? আর এই যে প্রতারণার অভিযোগ—এর বিচার হবে কোথায়?”


