নির্বাচন কমিশনের (Election Commission) প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। এই সংযোজন ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এই সিদ্ধান্তের প্রতি কটাক্ষ করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রনি লেখেন, “শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!”—এই বাক্যে তিনি নির্বাচন কমিশনের প্রতীক বাছাই প্রক্রিয়ার দিকেই সরাসরি তীর ছুড়েছেন।
তিনি আরও প্রশ্ন তোলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বলতে চান যে—‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা।’ কিংবা নতুন কুঁড়িদের যেহেতু এখনো ফোটেনি, তাই ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না!”—এই মন্তব্যে তার বিদ্রূপের সুর স্পষ্ট।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশন তাদের প্রতীকের হালনাগাদ তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন কৌতূহল দেখা দিয়েছে, তেমনি অনেকে প্রশ্ন তুলছেন প্রতীকের প্রতীকী অর্থ নিয়েও।


