প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সঙ্গে এক ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় যমুনায় অনুষ্ঠিত এ বৈঠককে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে, নির্বাচনের সময় সামরিক বাহিনীর ভূমিকা ও মোতায়েন পরিকল্পনা নিয়েই বৈঠকে মূলত কথা হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো ‘কল অন’ বৈঠক ছিল না। তিন বাহিনীর প্রধানেরা নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা করে স্বতঃপ্রণোদিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের একটি নির্ধারিত সময়সূচি আগেই ঠিক করা ছিল, যা অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, বৈঠকে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের সম্ভাব্য ডিপ্লয়মেন্ট বা মোতায়েন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও বৈঠকে আর কী কী বিষয় উঠে এসেছে, তা নিয়ে সরকারি মহল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে—এ বৈঠক আসন্ন নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।


