জান্নাতের টিকিট বিক্রিকারী জামায়াতের কথা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি (Dhaka North BNP)-এর আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত এখন বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে— “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখুন।” কিন্তু তাদের আমরা অনেক আগেই চিনেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায়, তাদের কথায় বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণাকে কখনো অনুমোদন দেয় না।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম (BNVJF)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত। তিনি বলেন, “যারা আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে— তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা ধর্মভীরু জাতি এবং ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে— এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি ও ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

বিএনপির নীতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এই দেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন, “তারেক রহমান (Tarique Rahman) রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক এবং এম কফিল উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *