নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকবে তিন বাহিনীর ৯৪ হাজার সদস্য

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতে মাঠে মোতায়েন করা হবে তিন বাহিনীর মোট ৯৪ হাজার সদস্য।

এর মধ্যে প্রায় ৯০ হাজার সদস্য থাকবেন সেনাবাহিনী (Bangladesh Army)-এর, নৌবাহিনীর (Bangladesh Navy) থাকবেন ২ হাজার ৫০০ জন, আর বিমানবাহিনী (Bangladesh Air Force)-এর সদস্য থাকবেন এক হাজার ৫০০ জন। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিন বাহিনীর প্রধানরা এই তথ্য জানান। তারা ওই সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনী প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার বৈঠকে তিন বাহিনীর প্রধানরা—সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান—নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

তারা জানান, তিন বাহিনী ইতোমধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করেছে, যাতে নির্বাচনের আগে, চলাকালে এবং পরবর্তী সময়েও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *