নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক আচরণ নিয়ে মন্তব্য করতে গিয়ে এক ব্যঙ্গাত্মক তুলনা টানলেন ছাত্রদল (Chhatra Dal)–এর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল। তাঁর ভাষায়, “নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ দেখলে মনে হয়, তিনি যেন হিরো আলম ও মমতাজের শূন্যস্থান পূরণ করছেন।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদল। কর্মসূচির মূল বিষয় ছিল তারেক রহমান (Tarique Rahman) ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)–এর জীবন ও আদর্শ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি (BNP)–র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
অন্যদিকে, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদে জানা গেছে, দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (Chittagong Urea Fertilizer Limited – CUFL)–এর উৎপাদন পুনরায় শুরু হয়েছে। গ্যাস সরবরাহের অভাবে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল, ফলে প্রতিদিন প্রায় তিন কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ইউরিয়া উৎপাদন আবারও চালু হয়েছে। কারখানা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (Karnaphuli Gas Distribution Company Limited – KGDCL) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে কারখানাটি স্থবির হয়ে পড়ে। অবশেষে গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সার উৎপাদন কেন্দ্রটি আবারও সক্রিয় হয়েছে।


