আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবসকে সামনে রেখে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি (BNP)। রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে একই দিন সকালে আলাদা এক কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (Gayeshwar Chandra Roy)। তিনি বলেন, ‘জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নিত, তাহলে বর্তমান সরকার টিকতে পারত না।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও জানান, বিএনপি সরকারকে হুমকিতে ফেলতে বা সংঘাতের পথ বেছে নিতে চায় না; বরং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের অধীনেই যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের রায়েই ক্ষমতার পালাবদল ঘটবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, দলটির রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা জোরালো হওয়ায় রাজনৈতিকভাবে তাদের বিতর্কিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


