জাতীয় সংসদ নির্বাচনের সরকারের নির্বাচনী প্রচারণা শুরু

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারের নির্বাচনী প্রচারণা। রবিবার প্রকাশিত ৪৮ সেকেন্ডের একটি টিজারের মাধ্যমে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ (রবিবার) থেকে শুরু হলো “জাতীয় নির্বাচন ২০২৬”-এর প্রচারণা। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসছে ফেব্রুয়ারিতে এক উৎসবমুখর পরিবেশে দেশের জনগণ ভোট দিতে যাবে। এ নির্বাচনের মধ্য দিয়েই জনগণ “দেশের মালিকানা নিজের হাতে তুলে নেবে”—এমন বার্তাই টিজারে উঠে এসেছে।

টিজারের শুরুতে দেখা যায় স্ক্রিনে লেখা—‘আওয়ামী ক্ষমতার উৎস’। এরপর স্থান পায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন-এর এক বহুল সমালোচিত বক্তব্য। ভিডিও ক্লিপে মোমেনকে বলতে শোনা যায়, “আমি ভারতে গিয়ে বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি।”

এই বিতর্কিত বক্তব্যের পর টিজারে স্থান পায় গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিকের আহ্বান। ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে।”

ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবনের দৃশ্যের সঙ্গে সুবায়েল আরও বলেন, “নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন—কেমন বাংলাদেশ আপনি দেখতে চান।”

টিজারের শেষ অংশে উঠে আসে মূল স্লোগান—দেশের মালিকানা ফিরে পাওয়ার আহ্বান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *