জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগে শিবির নেতার পদত্যাগ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)–সমর্থিত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম চাঁন (Anwarul Islam Chan)-এর বিরুদ্ধে অন্যায় বিচার ও চাঁদাবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন উপজেলা ছাত্রশিবিরের দপ্তর ও অর্থ সম্পাদক মিনহাজুল হক উসমানি।

মিনহাজুল হক উসমানি এর আগে নান্দাইল উপজেলা পশ্চিম ও পূর্ব থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

ফেসবুক পোস্টে মিনহাজুল লিখেছেন,

“ছাত্রশিবিরের উপজেলা সভাপতি থাকাকালীন, আমার বাবার সঙ্গে নান্দাইল উপজেলা জামায়াতের এমপি প্রার্থী অন্যায় বিচার ও চাঁদাবাজি করল। আজ আবার সেই বিচারকে পুরো উপজেলা জামায়াত ও শিবিরের জেলা ও থানার নেতৃবৃন্দ সঠিক বলায় শিবিরের সব দায়িত্ব থেকে পদত্যাগ করছি! কোন কাগজ ও কথা না শুনেও নাকি মুখ দেখে ন্যায় বিচার করা যায়… কী আজব বিচার!! মহান রব সবাইকে সঠিক বুঝ দান করুক—আমিন।”

এ বিষয়ে আজকের পত্রিকাকে মিনহাজুল হক উসমানি বলেন,
“২০২২ সালের দিকে আমার বাবার টেন্ডারের গাছ আওয়ামী লীগের নেতারা লুট করে নেয়। সরকার পতনের পরে আমরা সেগুলো উদ্ধার করি। আনোয়ার নামের একজনকে শেয়ারে নিয়েছিলাম, যিনি ২৪ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর পক্ষ থেকে দেড় লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের নেতাদের এবং এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম চাঁনের কাছে যাই। কিন্তু তিনি ন্যায্য ফয়সালা না করে বরং ২ লাখ ৬১ হাজার টাকা দাবি করেন। এতে আমি চরমভাবে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেই।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত–সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম চাঁন বলেন,
“সে অভিযোগ করেছে, কিন্তু তার প্রমাণ দিতে হবে। উসমানির বাবার কাছে নান্দাইল বাজারের এক ব্যবসায়ী টাকা পেতেন। সেটি সমাধানের জন্য তারা আমার কাছে এসেছিল। পরে দেড় লাখ টাকায় বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি। এখন নির্বাচনের আগে কেউ হয়তো তাকে দিয়ে এসব করাচ্ছে।”

উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন (Kazi Shamsuddin) বলেন,
“গাছ বেচাকেনা নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা ন্যায়বিচার পাইয়ে দিয়েছি। তারপরও যদি কেউ এমন অভিযোগ তোলে, তা ঠিক নয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *