নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হতে পারেন বিভিন্ন ইসলামপন্থী দলের ১২ নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা ইসলামী দলগুলোর জোটের প্রার্থী হিসেবে ১২ জন ইসলামী নেতার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপি (BNP)-র পক্ষ থেকে ইতোমধ্যে এসব নেতাকে আসন ছাড়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দলের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর থেকেই সম্ভাব্য এসব প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও এসব আসনে এখনো দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপির নেতা-কর্মীরাও মাঠে সক্রিয় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির একাধিকবার অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে এক বাক্সে ভোট দেওয়ার পাশাপাশি আসন ভাগাভাগির বিষয়ে আলোচনাও হয়। আলোচনার ভিত্তিতে এখন পর্যন্ত অন্তত ১২টি আসন ইসলামী দলগুলোর জন্য ছাড়ার বিষয়ে সম্মতি জানিয়েছে বিএনপি। এসব আসনে প্রার্থীরাও নির্ধারিত হয়ে গেছেন এবং মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

সম্ভাব্য প্রার্থী ও আসন

এই ১২টি আসনে যেসব ইসলামী নেতা বিএনপি জোটের প্রার্থী হতে পারেন, তারা হলেন:

  • **সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোহাম্মদ আলী
  • সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক
  • নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী
  • চট্টগ্রাম-১২ (পটিয়া): নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
  • ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ): জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব
  • কুমিল্লা-২ (হোমনা-তিতাস): ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
  • মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর): মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর)
  • চট্টগ্রাম-২ (ফটিকছড়ি-ভুজপুর): নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ শাহজাহান
  • ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর): খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক
  • শরীয়তপুর-১ (পালং-জাজিরা): খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ
  • ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী): খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসাইন
  • চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির

বিএনপির বড় জোটের পরিকল্পনা ও বৈঠক

কুমিল্লা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মুফতি সাখাওয়াত হোসাইন রাজি এক মন্তব্যে বলেন, “আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো বৈঠক হয়নি, তবে সম্ভাবনা আছে। হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে।” তিনি জানান, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করে বিএনপি। এরপর ১ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমীর মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধিদল।

ওই বৈঠক সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, “হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। তবে তাদের সঙ্গে সংশ্লিষ্ট যেসব দল রাজনৈতিকভাবে সক্রিয়, তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *