বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন আগামীকাল

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি (BNP)। আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনের আগে দুপুর ১২টা ৩০ মিনিটে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।

রোববার (২ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে

দলের একাধিক সূত্র জানিয়েছে, এ সংবাদ সম্মেলনে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিএনপি। যদিও এ তালিকা চূড়ান্ত নয়। মনোনয়নপ্রাপ্ত প্রত্যেককে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সফলভাবে সেই ধাপ অতিক্রম করলেই দেওয়া হবে চূড়ান্ত মনোনয়ন।

এই লক্ষ্যেই সম্প্রতি বিএনপির শীর্ষ নেতারা সারাদেশের তিনশ’ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করেছেন। সব মিলিয়ে প্রায় দেড় হাজারেরও বেশি মনোনয়নপ্রত্যাশী এ সভাগুলোতে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রগুলো বলছে, ধাপে ধাপে সকল আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দলটি এখন মাঠ পর্যায়ে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *