আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি (BNP)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
তবে এই ঘোষিত তালিকায় জায়গা হয়নি দলের দুই হেভিওয়েট নেতা—সাবেক যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল-এর।
ঢাকা-১২: সোহেলের বদলে নীরব
ঢাকা-১২ আসনে হাবিব-উন-নবী খান সোহেলের নাম নিয়ে আগে থেকেই দলের ভেতরে গুঞ্জন ছিল। কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা ছিল বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আসনে মনোনয়ন পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
বরিশাল-২: বাদ আলাল, মনোনয়ন সান্টুর
এদিকে বরিশাল-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল-কেও দেখা যায়নি ঘোষিত প্রার্থী তালিকায়। সেই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টুকে।
রিজভী-রুমিনও নেই প্রাথমিক তালিকায়
এছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আরও কয়েকজন পরিচিত মুখ এই দফায় ঘোষিত প্রার্থীদের তালিকায় স্থান পাননি।
তালিকায় আরও পরিবর্তন হতে পারে
দলের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ঘোষিত ২৩৭ আসনের তালিকাটি চূড়ান্ত নয়। নির্বাচনী বাস্তবতা, শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি এবং দলীয় প্রার্থীদের পার্লামেন্টারি বোর্ডের চূড়ান্ত পরীক্ষার ভিত্তিতে তালিকায় সংযোজন-বিয়োজন হতে পারে। ফলে বাদ পড়া অনেক নেতারই আবার দৌড়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
বিএনপির এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হলো যে, দলটি এবার দলীয় আনুগত্যের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা ও সাংগঠনিক তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে। প্রার্থী নির্বাচনেও এসেছে নতুন চমক, যার মধ্যে অনেকেই তরুণ ও সংগঠনের মাঠপর্যায়ের কর্মসূচিতে সক্রিয়।


