বিএনপিতে মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে যোগদানের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari), জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)–এর মুখ্য সমন্বয়ক, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলটিতে মনোনয়ন না পাওয়া তরুণ ও যুব নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব। বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।’

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থী তালিকায় ‘গডফাদারদের’ আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। এতে করে তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের এনসিপিতে স্বাগত জানাই। তারা যদি যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।”

গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন বলেন, ‘বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করার অপচেষ্টা চলছে। এতে করে গণতন্ত্রের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি বিশেষ শক্তি বহু দলীয় গণতন্ত্রকে ধ্বংস করার পাঁয়তারা করছে।’

বিএনপি (BNP)-র সদ্য প্রকাশিত প্রার্থী তালিকা নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারেক রহমান দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপসহীন নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia) তিনটি আসনে প্রার্থী হয়েছেন—আমরা তাকে অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক সংস্কার অব্যাহত রাখব।’

গণভোটের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মত, দলীয় মতামতের ভিত্তিতে নয় বরং অভিন্ন মতের ভিত্তিতে গণভোটে যাওয়া উচিত। এ প্রক্রিয়ার আইনি ভিত্তি ঘোষণা করার দায়িত্ব তিনি ড. ইউনূস (Dr. Yunus)-এর কাঁধে তুলে দিয়ে বলেন, ‘ছাত্র-জনতা আপনাকে বসিয়েছে—তাই আপনাকে শক্ত থাকতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *