রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান তীব্র সমালোচনা করে বলেছেন, ড. ইউনূস সরকার রাজনীতি নয়, বরং রীতিমতো ‘অপরাজনীতি’ করছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। অথচ এখন তারা এমনসব রাজনৈতিক অবস্থান নিচ্ছেন, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “এক বছর আগেও ড. ইউনূস নিজেই বলেছিলেন, এই সরকার কেবল ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, শাসক নয়। কিন্তু বর্তমানে তাদের কর্মকাণ্ডে ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।”
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমরা লক্ষ্য করছি, বিএনপি-র কিছু দাবিকে বাস্তবায়ন করানোর জন্য এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল এতে যুক্ত হয়েছে। সমস্যা হচ্ছে, ঐকমত্য কমিশন এবং সরকারও এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে—এটার দায় প্রধান উপদেষ্টার ওপরই বর্তায়।”
বিএনপির ‘আপার হাউসে পিআর’ বিষয়ক সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “এই সিদ্ধান্তের জন্য বিএনপি প্রচুর সমালোচিত হয়েছে, কিন্তু তারা তবু তা গ্রহণ করেছে। এখন সরকার জামায়াতকে মাঠে নামিয়ে চাপ সৃষ্টি করছে—যেন বিএনপি গণভোটের সময়সূচি ও আপার হাউসের পিআর উভয় ক্ষেত্রেই ছাড় দেয়। সরকারের বক্তব্য এখন এমন—তুমি যদি আপার হাউসে পিআর মেনে নাও, তাহলে গণভোট নভেম্বরে নয়, নির্বাচনের দিনই হবে, কিন্তু সেটার সঙ্গে নোট অব ডিসেন্ট থাকবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি আপার হাউসে পিআর মেনে নেয়, তবে তারা হয়তো নোট অব ডিসেন্টসহ গণভোটে অংশ নেবে। এ বিষয়ে আলোচনা চলতে পারে, কিন্তু যে প্রক্রিয়াকে ঠেকিয়ে রাখা হচ্ছে, সেটি ভয়ংকর। এই কারণেই আমি বলছি—সরকার এখন অপরাজনীতি করছে।”


